শিক্ষা বিস্তারের লক্ষ্য সামনে রেখে, ডোমার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ডোমার পৌরসভার বর্তমান মেয়র বিশিষ্ঠ্য শিল্পপতি জনাব আলহাজ্ব মনসুরুল ইসলাম (দানু) ও স্থানীয় জনগন এর যৌথ উদ্যোগে, বিপুল উৎসাহ-উদ্দীপনায়, ১৯৯৮ইং সালের ১ লা জুলাই তারিখে নীলফামারী জেলা সদর থেকে ২৫ কিলোমিটার দুরে কোলাহলমুক্ত সবুজ বৃক্ষরাজি শোভিত ডোমার উপজেলার ডোমার সদর ইউনিয়নের ছোটরাউতা গ্রামে ৫ (বিঘা) জমির উপর এক নৈসর্গিক মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং শাহ্ রিন ইসলাম চৌধুরী তুহিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামকরণ করা হয়।
- সু-সৃংখল ও পরিষ্কার পরিছন্ন প্রতিষ্ঠানিক পরিবেশ ।
- অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক/শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা ।
- শিক্ষার উন্নয়ন অগ্রগতি ও উন্নতি সাধন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,জাতীয় দিবস সমূহ,বসন্ত উৎসব,পিঠা উৎসব,বার্ষিক বনভোজন, শিক্ষা সফর,ঈদে মিলাদুন্নবী (সাঃ),বার্ষিক মিলাদ মাহফিল,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম উৎসব, বিশ্ব কবি রবিন্দ্রনাথের জন্ম উৎসব ও মৃত বার্ষিকী,শিক্ষার্থীদের নবীণ বরণ ,বিদায় সম্বর্ধনা,এবং হিন্দু (সনাতন) ধর্মের শিক্ষার্থীদের জন্য স্বরস্বতী পুজা সহ আর ও অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়,সেই সাথে প্রতি বছর রোকেয়া দিবস পালন ও উৎযাপন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি'র বাণী
I am glad that a much waited demand for dynamic website is met. In this age of information, a website is like a station and an address by the highway. Without it, access to information and swift delivery of service would be far from success. A vibrant activity of information exchange is possible, only when there are dynamic websites, updated database and unhindered connectivity, always ready to be served. So, this website is no doubt, a step forward in making Smart Bangladesh and gradual advancement of Shahorin Islam Choudhury Tuhin Junior High School. I wish every success of the High School.
সভাপতি
মোঃ মোসাদ্দেক হোসেন (মানু)
মোবাইল : 01721-6424 Email: Shahorin124863@gmail@gmail.com ডোমার, নীলফামারী।


প্রধান শিক্ষকের বাণী
অত্যন্ত আনন্দের সাথে জানান যাচ্ছে যে, নীলফামারী জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ রিন ইসলাম চৌধুরী তুহিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কর্মকান্ড ওয়েব সাইটে প্রকাশিত হতে যাচ্ছে। বর্তমানে সদাসয় সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সাথে আমরাও একাত্ততা করতে চাই। আমাদের সকল কর্মকান্ড ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ পেলে আমাদের কর্মকান্ড সর্ম্পকে অতি সহজে ইন্টারনেট ব্যবহারকারীরা অবহিত হতে পারবেন আমি আশাকরি এর মধ্যদিয়ে আমাদের শিক্ষার্থীরাই শুধু নয় সারা দেশের শিক্ষা ব্যবস্থার একটি সামাজিকরণ সম্ভব হবে। আমি আমাদের বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী, ছাত্রী অবিভাবক সুধিমহল শুভানুধ্যায়ী সকলকে আন্তারিক শুভেচ্ছা।
প্রধান শিক্ষক
দয়াল চন্দ্র বর্মন
মোবাইল: 01710-868313Email:Shahorin124863@gmail.com
ডোমার, নীলফামারী ।
- All
- প্রধান শিক্ষক
- সহকারি শিক্ষক
- অফিস স্ট্যাফ